Saturday , November 16 2019

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপজেলা সমাজসেবা অফিসার/সমমান নিয়োগ পরীক্ষা, ২০০৮

Header-নিয়োগ পরীক্ষার প্রশ্ন ব্যাংক (এমসিকিউ), ২০০৮

নিয়োগ পরীক্ষার প্রশ্ন ব্যাংক (এমসিকিউ), ২০০৮
পড়ালেখা হোক সবসময়, সম্পূর্ণ অনলাইনে
“বিসিএস, ব্যাংক, সরকারি চাকুরী এবং অন্যান্য পরীক্ষা”

<<< প্রথম পাতায় যান প্রশ্ন ব্যাংক, ২০০৮ >>>

প্রশ্ন ১। ছন্দের যাদুকর কাকে বলা হয়?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) সত্যেন্দ্রনাথ দন্ত
(গ) বিহারীলাল মজুমদার
(ঘ) সুকুমার রায়

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (খ) সত্যেন্দ্রনাথ দন্ত

প্রশ্ন ২। শেষের কবিতা কি?

(ক) কাব্য 
(খ) কাব্যোপন্যাস
(গ) গীতিকবিতা
(ঘ) উপন্যাস

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (খ) কাব্যোপন্যাস

প্রশ্ন ৩। দেশে-বিদেশে কোন শ্রেণীর রচনা? 

(ক) আত্মজীবনী
(খ) ভ্রমণকাহিনী
(গ) ভৌগোলিক বিবরণ
(ঘ) শিক্ষাবিষয়ক

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (গ) ভৌগোলিক বিবরণ

প্রশ্ন ৪। শুদ্ধ বানান কোনটি?

(ক) প্রতিধন্দ্বীতা
(খ) উল্লেখিত
(গ) উপর্যুক্ত
(ঘ) উচ্ছ্বল

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (গ) উপর্যুক্ত

প্রশ্ন ৫। অর্থ দিক থেকে বাংলা শব্দকে কয়ভাগে ভাগ করা যায়?

(ক) দুইভাগে
(খ) চারভাগে
(গ) তিন ভাগে
(ঘ) পাঁচ ভাগে

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (খ) চারভাগে

প্রশ্ন ৬। উৎসগত বিচারে বাংলা শব্দকে কয়ভাগে ভাগ করা যায়?

(ক) দুই ভাগে
(খ) তিন ভাগে
(গ) তিন ভাগে
(ঘ) ছয় ভাগে

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (গ) তিন ভাগে

প্রশ্ন ৭। সত্তরের দশকের একজন কবির নাম-

(ক) আবুল হাসান
(খ) রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ্
(গ) আবু কায়সার
(ঘ) মোহাম্মদ রফিক

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (খ) রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

প্রশ্ন ৮। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?

(ক) শঙ্খনীল কারাগার
(খ) জলাংগী 
(গ) খরাদাহ
(ঘ) কাঁটাতারের প্রজাপতি

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (খ) জলাংগ

প্রশ্ন ৯। অক্টোপাস উপন্যাস কার রচনা?

(ক) সৈয়দ শামসুল হক
(খ) শওকত ওসমান
(গ) শাসসুর রহমান
(ঘ) সেলিনা হোসেন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (গ) শাসসুর রহমান

প্রশ্ন ১০। সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত নাটক কোনটি?

(ক) নেমেসিস
(খ) তরঙ্গভঙ্গ
(গ) আমলার মামলা
(ঘ) ওরা কদম আলী

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (খ) তরঙ্গভঙ্গ

প্রশ্ন ১১। জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ কী ধরনের উপন্যাস?

(ক) প্রেমমুলক
(খ) ভাষা আন্দোলনভিত্তিক
(গ) মনস্তত্বধর্মী
(ঘ) গ্রামীণ প্রকৃতিনির্ভর

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (খ) ভাষা আন্দোলনভিত্তিক

প্রশ্ন ১২। ত্রিশোত্তর কালের সাহিত্যকার কারা?

(ক) উনিশ শ’ ত্রিশের পর যে সাহিত্যকারকের জন্ম
(খ) উনিশ শ’ত্রিশের পরা যারা সাহিত্য রচনা শুরু করেন
(গ) উনিশ শ’ত্রিশের সাহিত্যবলয় থেকে যাঁরা মুক্ত হতে পারেননি
(ঘ) তের শ’ ত্রিশের পর যাঁদের সাহিত্যিক সূচনা ও বিকাশ হয়

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (গ) উনিশ শ’ত্রিশের সাহিত্যবলয় থেকে যাঁরা মুক্ত হতে পারেননি

প্রশ্ন ১৩। কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি? 

(ক) কল্লোল
(খ) ধুমকেতু
(গ) সওগাত
(ঘ) মাহেনও

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (খ) ধুমকেতু

প্রশ্ন ১৪। জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থের নাম-

(ক) এক পয়সার বাঁশি
(খ) ধুসর গোধুলি
(গ) ধুসর পাণ্ডুলিপি
(ঘ) ঝর পালকের কবি

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (গ) ধুসর পাণ্ডুলিপি

প্রশ্ন ১৫। সরকার কর্তৃক বাজেয়াপ্ত হওয়া নজরুলের একটি কাব্যগ্রন্থ-

(ক) সর্বহারা
(খ) জিঞ্জির
(গ) প্রলয়শিখা
(ঘ) সাম্যবাদী

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (গ) প্রলয়শিখা

প্রশ্ন ১৬। কোন কবিতা রচনা করার জন্য নজরুল কারারুদ্ধ হন?

(ক) বিদ্রোহী
(খ) প্রলয়োল্লাস
(গ) কান্ডারী হুশিয়ার
(ঘ) আনন্দময়ীর আগমনে

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (ঘ) আনন্দময়ীর আগমনে

প্রশ্ন ১৭। রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি?

(ক) মধ্যবতিনী
(খ) নষ্টনীড়
(গ) ক্ষুদিত পাষাণ
(ঘ) একরাত্রি

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (গ) ক্ষুদিত পাষাণ

প্রশ্ন ১৮। দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি?

(ক) বুড়ো শালিকের গাড়ে রোঁ
(খ) বিয়ে পাগলা বুড়ো
(গ) কিঞ্চিত জলযোগ
(ঘ) কল্কি অবতার

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (খ) বিয়ে পাগলা বুড়ো

প্রশ্ন ১৯। কৃষ্ণকান্তের উইল’র রোহিনী আত্মহত্যা করতে চেয়েছিল কেন?

(ক) উইল চুরিজনিত আত্মগ্লানিতে
(খ) হরলালকে বিয়ে করতে ব্যর্থ হয়ে
(গ) ভ্রমরের সুখী জীবন প্রত্যক্ষ করে
(ঘ) স্বীয় ব্যর্থ যৌবহনের হাহাকারে

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (ঘ) স্বীয় ব্যর্থ যৌবহনের হাহাকারে


প্রশ্ন ২০। বঙ্কিমচন্দ্রের একটি রোমালধর্মী উপন্যাসের নাম-

(ক) ইন্দিরা
(খ) বিষবৃক্ষ
(গ) কপালকুন্ডলা
(ঘ) কৃষ্ণকান্তের উইল

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (গ) কপালকুন্ডলা

প্রশ্ন ২১। ‘হুতোম প্যাঁচার নকশা’ কার রচনা?

(ক) ভবানীচরণ বন্দোপাধ্যায়
(খ) টেকচাঁদ ঠাকুর
(গ) কালীপ্রসন্ন সিংহ
(ঘ) হ্যানা ক্যাথরিন ম্যালেন্স

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (গ) কালীপ্রসন্ন সিংহ

প্রশ্ন ২২। ইয়ংবেঙ্গল বলতে কী বোঝায়?

(ক) বাংলা ভাষা শিক্ষার্থী ইংরেজ
(খ) একটি সাহিত্যিক গোষ্ঠী
(গ) ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক
(ঘ) একটি সাময়িক পত্রিকা

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (গ) ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক

প্রশ্ন ২৩। মাইকেল মধুসুদন দত্তের ‘বীরঙ্গনা কাব্য’ কী ধরনের রচনা?

(ক) যুদ্ধবিষয়ক কাব্য
(খ) মহাকাব্য
(গ) গীতিকাব্য
(ঘ) পত্রকাব্য

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (ঘ) পত্রকাব্য

প্রশ্ন ২৪। প্রথম সার্থক ট্র্যাজেডি নাটকের নাম কী?

(ক) কুলীন কুলসর্বস্ব
(খ) কৃষ্ণকুমারী
(গ) নীলদর্পন
(ঘ) জমীদার দর্পণ

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (খ) কৃষ্ণকুমারী

প্রশ্ন ২৫। ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষের নাম কি?

(ক) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার 
(খ) রামরাম বসু
(গ) মার্সম্যান
(ঘ) উইলিয়াম কেরি

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (ঘ) উইলিয়াম কেরি

প্রশ্ন ২৬। ‘ইউসুফ-জোলেখা’ কাব্যের রচয়িতা-

(ক) দৌলত কাজী
(খ) ফকীর গরীবুল্লাহ
(গ) শাহ মুহম্মদ সগীর
(ঘ) দৌলত কাজী বাহরাম খান

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (গ) শাহ মুহম্মদ সগীর

প্রশ্ন ২৭। বিদ্যাপতি কোথাকার কবি?

(ক) বৃন্দাবনের 
(খ) নবদ্বীপের
(গ) মিথিলার 
(ঘ) বর্ধমানের

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (গ) মিথিলার

প্রশ্ন ২৮। বারমাস্যা কাকে বলে?

(ক) নায়িকার বারমাসের সুখ-দুঃখের বর্ণনা
(খ) বারমাসের চাষবাসের বিবরণ
(গ) নায়ক-নায়িকার প্রেমের ধারাবাহিক বিন্যাস 
(ঘ) দেবদেবীর পূজা প্রচারের কাহিনী

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (ক) নায়িকার বারমাসের সুখ-দুঃখের বর্ণনা/toggle]

প্রশ্ন ২৯। চাঁদ সওদাগর কোন মঙ্গলকাব্যের নায়ক?

(ক) চণ্ডীমঙ্গল
(খ) ধর্মমঙ্গল
(গ) অন্নদানমঙ্গল
(ঘ) মনসামঙ্গল

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (ঘ) অন্নদানমঙ্গল

প্রশ্ন ৩০। চর্যাপদ আবিস্কৃত হওয়ার স্থান-

(ক) বাঁকুড়ার এক গৃহস্থের  গোয়ালঘর
(খ) সুদূর চীন দেশ
(গ) নেপালের রাজ দরবারের গ্রন্থাগার
(ঘ) আরাকান রাজসভার গ্রন্থাগার

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (গ) নেপালের রাজ দরবারের গ্রন্থাগার

প্রশ্ন ৩১। What is the meaning of the world ‘Status quo’?

(ক) Equal status
(খ) State affair 
(গ) High status
(ঘ) The former state

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (ঘ) The former state

প্রশ্ন ৩২। What is the meaning of the world ‘Prima facie’

(ক) Outlook 
(খ) Face reading
(গ) At the first sight
(ঘ) Face to face

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (গ) At the first sight

প্রশ্ন ৩৩। What is the meaning of the world ‘post mortem’?

(ক) Before death
(খ) After death
(গ) Declare as death
(ঘ) Surgical operation

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (খ) After death

প্রশ্ন ৩৪। What is the meaning of the word ‘Ad Volorem’?

(ক) Valueless 
(খ) According to value
(গ) Valuable
(ঘ) Added value

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (খ) According to value

প্রশ্ন ৩৫। ‘Blue Blood’ means-

(ক) Aristocratic birth
(খ) Scoundrel
(গ) Sound health 
(ঘ) Blood of blue colour

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (ক) Aristocratic birth

প্রশ্ন ৩৬। ‘Lose heart’ means-

(ক) One type of heart disease
(খ) Be disheartened
(গ) Heart attack
(ঘ) Heart failure

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (খ) Be disheartened

প্রশ্ন ৩৭। I caught him __ the ear. 

(ক) by
(খ) with
(গ) in 
(ঘ) of

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (ক) by

প্রশ্ন ৩৮। ‘White Elephant’ means __

(ক) While coloured elephant
(খ) Dead elephant
(গ) A very cheap thing
(ঘ) Very costly possession

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (ঘ) Very costly possession

প্রশ্ন ৩৯। Don’t exult __ a fallen foe.

(ক) with
(খ) over
(গ) into 
(ঘ) upon

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (খ) over

প্রশ্ন ৪০। I shall adhere __ my plan.

(ক) in 
(খ) out
(গ) for 
(ঘ) to

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (ঘ) to

প্রশ্ন ৪১। The widow then burst __ tears at the sad news.

(ক) into
(খ) to 
(গ) over
(ঘ) for

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (ক) into

প্রশ্ন ৪২। He said, “Good morning” Mr. Kamal.” (Change the speech)

(ক) He wished Mr. Kamal good morning.
(খ) He has wished Mr. Kamal good morning
(গ) He said Mr. Kamal good morning
(ঘ) He told Mr. Kamal good morning

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (ক) He wished Mr. Kamal good morning.

প্রশ্ন ৪৩। Karim says that he did not go. (Change the speech)

(ক) Karim says, “He did not go”
(খ) Karim says, “I don not go”
(গ) Karim says, “I have not gone”
(ঘ) Karim says, “I did not go.”

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (ঘ) Karim says, “I did not go.”

প্রশ্ন ৪৪। Begum Sufia Kamal is famous (Poet).

(ক) female poet
(খ) poet
(গ) poetess
(ঘ) poetricess

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (গ) poetess

প্রশ্ন ৪৫। He is the (bad) boy in the class.

(ক) worse
(খ) better
(গ) worst
(ঘ) bad

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (গ) worst

প্রশ্ন ৪৬। He talks as if he (to be) mad. 

(ক) will be
(খ) were
(গ) had been
(ঘ) is

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (খ) were

প্রশ্ন ৪৭। I have finished (to read) the book. 

(ক) I have finished read the book.
(খ) I have been finished reading the book.
(গ) I have finished reading the book.
(ঘ) I finished reading the book.

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (গ) I have finished reading the book.

প্রশ্ন ৪৮। Which of the following words is not singular?

(ক) Mathematics
(খ) Physics
(গ) Box
(ঘ) Mice

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (ঘ) Mice

প্রশ্ন ৪৯। ‘He gave me five books’__ In this sentence which is the adjective?

(ক) Books
(খ) Gave
(গ) Five
(ঘ) Me

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (গ) Five

প্রশ্ন ৫০। Which group of words are Collective noun?

(ক) Sajib, America
(খ) Water, Milk Steel
(গ) Cattle, Army, Class
(ঘ) Unity, Health, Poverty

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (গ) Cattle, Army, Class

প্রশ্ন ৫১। Who wrote ‘Some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested’?

(ক) Joseph Addison 
(খ) Francis Bacon 
(গ) CDr. Johnson
(ঘ) Charles Lamb

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (খ) Francis Bacon

প্রশ্ন ৫২। Whose dying words; ‘Crito, I owe a cock to Asclepius; will you remember to pay the debt?’

(ক) Aristotle 
(খ) Plato 
(গ) Socrates 
(ঘ) Aristotle Onassis 

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (গ)   Socrates

প্রশ্ন ৫৩। Who is the author of ‘Round the World in Eighty Days’?

(ক) Sir A. Canan Doyle 
(খ) Jules Verne 
(গ) Daniel Depoe 
(ঘ) Robert Louis Stevenson 

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (খ) Jules Verne 

প্রশ্ন ৫৪। Who was the tutor of Alexander the Great?

(ক) Aristotle
(খ) Socrates
(গ) Galileo
(ঘ) Sophocles

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (ক) Aristotle

প্রশ্ন ৫৫। Who was the first husband of Helen of Troy?

(ক) Parts
(খ) Agamemnon
(গ) Achilles
(ঘ) Menelaus

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (ঘ) Menelaus

প্রশ্ন ৫৬। Our sweetest songs are those that tell of saddest thoughts __ a quatation from Shelley’s –

(ক) Ode to a Skylark 
(খ) The Cloud
(গ) Ode to the West Wind 
(ঘ) Adonis

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (ক) Ode to a Skylark

প্রশ্ন ৫৭। `To be or not to be, that is the question __ a quotation from Shakespeare’s-

(ক) Julius Caesar
(খ) Hamlet
(গ) Tempest
(ঘ) As You Like it 

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (খ) Hamlet

প্রশ্ন ৫৮। Who wrote `The Rime of the Ancient Mariner’?

(ক) H.G Wells 
(খ) Thomas Hardy
(গ) Thomas Hardy
(ঘ) S.T. Coleridge

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (ঘ) S.T. Coleridge

প্রশ্ন ৫৯। Who is known as `The poet of nature’ in English literature?

(ক) Lord Tennyson 
(খ) John Milton
(গ) William Wordsworth
(ঘ) John Keats

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (গ) William Wordsworth

প্রশ্ন ৬০। Shakespeare’s ‘King Lear’ is a __

(ক) Satire
(খ) Comedy
(গ) Tragedy
(ঘ) Historical Play

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (গ) Tragedy

প্রশ্ন ৬১। সমকোন ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে উহার মান কত?

(ক) ৪ সেমি
(খ) ৫ সেমি
(গ) ৭ সেমি
(ঘ) ৮ সেমি

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (খ) ৫ সেমি

প্রশ্ন ৬২। AB রেখার উপর P বিন্দু, তাহলে নিচের কোনটি সকল ক্ষেত্রেই সঠিক হবে?

(ক) AP=PB
(খ) AP>PB
(গ) PB>AP
(ঘ) AB>AP

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (ঘ) AB>AP

প্রশ্ন ৬৩। যদি x+y=4, x-y=3  হয়, তবে x+2y  = কত?

(ক)
(খ)
(গ) 4
(ঘ)

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (ঘ)

প্রশ্ন ৬৪। ০.০৫ এর ৩% কত?

(ক) ১৫%
(খ) ০.১৫%
(গ) ১.৫%
(ঘ) ০.০০১৫%

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (খ) ০.১৫%

প্রশ্ন ৬৫। কোন সংখ্যাটি সবচেয়ে বড়?

(ক)
(খ)
(গ)
(ঘ)

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (গ)

প্রশ্ন ৬৬। রাত ৩ টায় তাপমাত্রা -১৩ ডিগ্রি সে. হলে সকাল ৬টায় তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ২০ ডিগ্রি সে. হলে তাপমাত্রার পরিবর্তন কত ডিগ্রি হবে?

(ক) ৭ ডিগ্রি সে.
(খ) -৭ ডিগ্রি সে.
(গ) ৩৩ ডিগ্রি সে.
(ঘ) ১৩ ডিগ্রি সে.

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (গ) ৩৩ ডিগ্রি সে.

প্রশ্ন ৬৭। যদি 5C + 3 = 35,  তবে C এর মান কত?

(ক) -1
(খ) 1
(গ) 0
(ঘ) 3

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (গ) 0

প্রশ্ন ৬৮। ১২ ও ৯৬ এর মধ্যে (এই দুটি সংখ্যাসহ) কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য?

(ক) ২১
(খ) ২২
(গ) ২৩
(ঘ) ২৪

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (খ) ২২

প্রশ্ন ৬৯। কোন ভগ্নাংশটি থেকে বড়? 

(ক)
(খ) 
(গ)
(ঘ)

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (খ)

প্রশ্ন ৭০। ১ কিলোগ্রাম সমান কত?

(ক) ১.৯১ পাউন্ড
(খ) ২.২০ পাউন্ড
(গ) ২.২১ পাউন্ড
(ঘ) ২.২২ পাউন্ড

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (খ) ২.২০ পাউন্ড

প্রশ্ন ৭১। রঙিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকারক রশ্নি বের হয়?

(ক) রঞ্জন রশ্মি
(খ) বিটা রশ্মি
(গ) কসমিক রশ্মি
(ঘ) গামা রশ্মি

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (ঘ) গামা রশ্মি

প্রশ্ন ৭২। পচা ডিমের গন্ধের জন্য দায়ী-

(ক) কার্বন মনোক্সাইড 
(খ) হাইড্রোজেন সালফাইড
(গ) ক্যালসিয়াম সালফেট
(ঘ) কার্বন ডাই-অক্সাইড

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (খ) হাইড্রোজেন সালফাইড

প্রশ্ন ৭৩। একটি বন্ধ ঘরে একটি চালু ফ্রিজের দরজা খুলে রাখলে ঘরের তাপমাত্রা-

(ক) হ্রাস পাবে
(খ) বৃদ্ধি পাবে
(গ) অপরিবর্তিত থাকবে
(ঘ) গ্রীষ্মকাল হলে হ্রাস পাবে

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (খ) বৃদ্ধি পাবে

প্রশ্ন ৭৪। ডায়াস্টোল বলতে  কি বোঝায়?

(ক) হৃৎপিন্ডের প্রসারণ
(খ) হৃৎপিন্ডের সংকোচন
(গ) হৃৎপিন্ডে রক্ত প্রবেশ করা
(ঘ) হৃৎপিন্ডের সংকোচন ও প্রসারণ

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (ক) হৃৎপিন্ডের প্রসারণ

প্রশ্ন ৭৫। ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?

(ক) কিউলেক্স
(খ) এনোফিলিস
(গ) সব ধরনের মশা
(ঘ) এডিস

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (ঘ) এডিস

প্রশ্ন ৭৬। কোনো বস্তুকে পানিতে সম্পুর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানেই এটা থাকে, যখন-

(ক) বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি
(খ) বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম
(গ) বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান
(ঘ) বস্তু ও পানির ঘনত্বের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান থাকে

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (গ) বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান

প্রশ্ন ৭৭। জোয়ার-ভাটার তেজকটাল কখন হয়?

(ক) একাদশীতে 
(খ) পঞ্চমীতে
(গ) অমাবস্যায়
(ঘ) অষ্টমীতে

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (গ) অমাবস্যায়

প্রশ্ন ৭৮। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ- 

(ক) কম হয় 
(খ) বেশি হয়
(গ) একই হয়
(ঘ) খুব কম হয়

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (গ) একই হয়

প্রশ্ন ৭৯। তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ?

(ক) বায়বীয় পদার্থ
(খ) তরল পদার্থ
(গ) নরম পদার্থ
(ঘ) কঠিন পদার্থ

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (ঘ) কঠিন পদার্থ

প্রশ্ন ৮০। বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?

(ক) খনির ভিতর
(খ) মেরু অঞ্চলে 
(গ) পাহাড়ের উপরে 
(ঘ) বিষুব অঞ্চলে

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (খ) মেরু অঞলে

প্রশ্ন ৮১। বাংলাদেশ সর্বপ্রথম NAM Summit এ যোগদান করেছিল-

(ক) Lusaka 1970
(খ) Algiers 1973
(গ) Colombo 1976
(ঘ) উপরিউক্ত কোনটিই নয়

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (খ)  Algiers 1973

প্রশ্ন ৮২। ভারত নিম্নলিখিত কোনটির founding member ছিল?

(ক) ASEAN
(খ) OPEC
(গ) The League of Nations
(ঘ) উপরিউক্ত কোনটিই নয়

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (ঘ) উপরিউক্ত কোনটিই নয়

প্রশ্ন ৮৩। Nuclear Non-proliferation Treaty (NPT) অনুযায়ী আণবিক অস্ত্র উৎপাদক রাষ্ট্রের সংখ্যা-

(ক) ৪
(খ) ৬
(গ) কোনটিই নয়
(ঘ) ৭

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (গ) কোনটিই নয়

প্রশ্ন ৮৪। এর সকল স্তরে সিদ্ধান্ত গ্রহণ করা হয়-

(ক) ৫ জন সদস্যের  affirmative vote অনুযায়ী
(খ) Unanimous vote অনুযায়ী
(গ) ৬ জন সদস্যের  affirmative vote অনুযায়ী
(ঘ) উপরিক্ত কোনটিই নয়

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (খ) Unanimous vote অনুযায়ী

প্রশ্ন ৮৫। জাতিসংঘের এর অস্থায়ী সদস্য নির্বাচিত হন-

(ক) ২ বছরের জন্য
(খ) ৩ বছরের জন্য
(গ) ৪ বছরের জন্য
(ঘ) উপরিউক্ত কোনটিই নয়

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (ক) ২ বছরের জন্য

প্রশ্ন ৮৬। জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য নিম্নলিখিত ব্যাপারে Veto প্রয়োগ করতে পারেন-

(ক) Procedural matters
(খ) Non-procedural maters
(গ) Both types of matters
(ঘ) Neither type of mater

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (খ) Non-procedural maters

প্রশ্ন ৮৭। সমস্যার ব্যাপারে বাংলাদেশের নীতি-

(ক) নিরপেক্ষ
(খ) Palestinian-দের পক্ষে
(গ) মিশরীয় নীতিবাদের পক্ষে
(ঘ) উপরিউক্ত কোনটিই নয়

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (খ) Palestinian-দের পক্ষে

প্রশ্ন ৮৮। NAM এবং Group of 77-

(ক) একই Association
(খ) NAM একটি রাজনৈতিক গ্রুপ, Group of 77 জাতিসংঘের অন্তর্ভূক্ত একটি  Pressure Group
(গ) একই মেম্বারশিপের অধিকারী
(ঘ) উপরিউক্ত কোনটিই নয়

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (ঘ) উপরিউক্ত কোনটিই নয়

প্রশ্ন ৮৯। বাংলাদেশী Alternative Executive Director এর পদে অধিষ্টিত আছেন-

(ক) World Bank
(খ) IMF
(গ) Asian Development Bank 
(ঘ) উপরিউক্ত কোনটিই নয়

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (গ) Asian Development Bank

প্রশ্ন ৯০। বাংলাদেশ সেক্রেটারি জেনারেলরূপে কাজ করেছে-

(ক) OIC -র
(খ) কমনওয়েলথের
(গ) IJO- র
(ঘ) UNCTAD-এর

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (ঘ) UNCTAD-এর

প্রশ্ন ৯১। বাংলঅদেশ কমওয়েলথে যোগদান করে-

(ক) ১৯৭০ সালে 
(খ) ১৯৭২ সালে
(গ) ১৯৭৬ সালে 
(ঘ) উপরিউক্ত কোনো সালে নয়

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (খ) ১৯৭২ সালে

প্রশ্ন ৯২। ভারত-বাংলাদেশের সহযোগিতা, বন্ধুত্ব ও শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়-

(ক) ১৯৭২ সালে
(খ) ১৯৭৪ সালে
(গ) ১৯৭৪ সালে
(ঘ) উপরিুক্ত কোনো সালে নয়

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (ক) ১৯৭২ সালে

প্রশ্ন ৯৩। বাংলাদেশের সঙ্গে নিম্নলিখিত কোন দেশের Maritime boundary বিদ্যমান রয়েছে-

(ক) মিয়ানমার
(খ) থাইল্যান্ড
(গ) নেপাল
(ঘ) দক্ষিণ কোরিয়া

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (ক) মিয়ানমার

প্রশ্ন ৯৪। নিম্নলিখিত কোন দেশটি অধুনা সার্ক এর সদস্য হয়েছে?

(ক) আফগানিস্তান
(খ) মালদ্বীপ
(গ) ভুটান
(ঘ) উপরিউক্ত কোনটিই নয়

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (ক) আফগানিস্তান

প্রশ্ন ৯৫। সার্ক এর প্রথম সেক্রেটারি জেনারেল ছিলেন-

(ক) আবুল আহসান
(খ) K. Bhargava
(গ) QAMA Rahim
(ঘ) নাইমুদ্দিন হাসান

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (ক) আবুল আহসান

প্রশ্ন ৯৬। বাংলাদেশের জাতীয় সঙ্গীত-

(ক) আমার সোনার বাংলা গানটির সম্পূর্ণ অংশ
 (খ) উপরিউক্ত সঙ্গীতের প্রথম দশ লাইন
(গ) উপরিউক্ত সঙ্গীতের প্রথম ১২ লাইন
(ঘ) উপরিউক্ত সঙ্গীতের শেষের ১০ লাইন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (খ) উপরিউক্ত সঙ্গীতের প্রথম দশ লাইন

প্রশ্ন ৯৭। কোনটি বাংলাদেশের জাতীয় ফুল?

(ক) গোলাপ
(খ) শাপলা
(গ) রজনীগন্ধা
(ঘ) জবা

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (খ) শাপলা

প্রশ্ন ৯৮। বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন বিচারপতি অবসর গ্রহণ করেন কত বছর বয়সে?

(ক) ৬০
(খ) ৬৫
(গ) ৬২
(ঘ) ৬৭

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (ঘ) ৬৭

প্রশ্ন ৯৯। বাংলাদেশ জাতিসংঘের সদস্য হয়েছে-

(ক) ১৯৭২ সালে
(খ) ১৯৭৪ সালে
(গ) ১৯৭৬ সালে
(ঘ) উপরিউক্ত কোনটিই নয়

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (খ) ১৯৭৪ সালে

প্রশ্ন ১০০। কোন দেশটি অতীতে এর স্থায়ী সদস্য ছিল?

(ক) USSR
(খ) UK
(গ) বেলজিয়াম
(ঘ) উপরিউক্ত দেশের কোনটিই নয়

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

সঠিক উত্তর জানতে এখানে ক্লিক করুন

উত্তরঃ (ক)

<<< প্রথম পাতায় যান প্রশ্ন ব্যাংক, ২০০৮ >>>

Check Also

দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক পরীক্ষা, ২০১০

প্রশ্ন ১। নিচের শব্দগুলোর কোনটি সঠিক বানানে লেখা?   (ক) দুষণ (খ) দূষণ (গ) দূষন (ঘ) …

error: Content is protected !!